মানিকছড়িতে রাতের আঁধারে পথচারীর উপর সন্ত্রাসীদের হামলা, আহত ১

মো: মোকতাদের হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ অক্টোবর ২০, ১২:৪৩ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গিরি মৈত্রী কলেজ সংলগ্ন চট্রগ্রাম- খাগগড়াছড়ি প্রধান সড়কের উপর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় উপজাতি সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেলের গতিরোধকরে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টায় বাঁধাদিলে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্তহয়ে চমেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।

স্থানীয় সূত্রে জানাগেছে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ায় ব্যর্থহয়ে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে যখমকরে। আহত বাঙ্গালী যুবক মানিকছড়ি উপজেলার মহামুনি দারুণ নাজাত মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক আব্দুল হালিম। তিনি লক্ষিছড়ি উপজেলার অলীউল্লার ১ম সন্তান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোকতাদের হোসেন এমন ঘটনার তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এবং সেই সাথে এমন ঘটনার সাথে সম্পৃক্ত উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃংঙ্খলা বাহিনীকে সবিনয় অনুরোধ জানিয়েছেন।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework